ক্রমিক | নাম | কিভাবে যাওয়া যায় | অবস্থান |
১ | মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র | বালিয়াকান্দি শহর হতে ৮ কিঃ মিঃ উত্তর পূর্বে কালুখালী বালিয়াকান্দিসংযোগ সড়কের পার্শে অবস্থিত। বালিয়াকান্দি শহর থেকে ভ্যান,গ্রাম বাংলা যোগে যাওয়া যায়। | |
২ | মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র | বালিয়াকান্দি শহর থেকে ইজিবাইক অথবা স্কুটার যোগে নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে যাওয়া যায়। | |
৩ | শাহ পালোয়ানের মাজার | বালিয়াকান্দি থেকে সড়ক পথে বাস, ভ্যান যোগে বহরপুর যেয়ে পশ্চিম দিকে ০১ কি.মি. ইসলামপুর ইউনিয়ন পরিষদের পাশে শেকাড়া গ্রাম। | |
৪ | শাহ পালোয়ানের মাজার | বহরপুর বাজারে নেমে অটোরিক্সা অথবা ভ্যান গাড়ীতে যাওয়া যায়। | |
৫ | মনু মিয়া ছনু মিয়ার মাজার | বালিয়াকান্দি বাজারে নেমে অটোরিক্সা অথবা ইজিবাইকে | |
৬ | জোড় বাংলা মন্দির | বালিয়াকান্দি বাস স্টান্ডে নেমে অটো টেম্পু, ইজিবাইক, বাস অথবা নসিমন(স্যালো ইঞ্জিন চালিত যান) যোগে জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রাম গেলে জোড় বাংলা মন্দির এর দেখো মিলবে। ফরিদপুরের মধুখালি উপজেলা থেকে খূব সহজেই এ স্থানটি দর্শন করা যেতে পারে। বালিয়াকান্দি হতে সড়ক পথে এর দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। |