১৯৮০ সালে তৎকালীন রাজবাড়ী মহকুমার প্রধান কলেজটি জাতীয়করণ করা হলে রাজবাড়ীবাসী আরো একটি নতুন কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনূভব করে। ১৯৮২ সালের ২০ আগষ্ট তৎকালীন মহকুমা প্রশাসক জনাব দেওয়ান আফসার উদ্দিনের সভাপতিত্বে জেলার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কলেজ প্রতিষ্ঠার প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী স্টেডিয়াম গ্যালারির নীচে ২০ সেপ্টেম্বর ১৯৮২খ্রি. থেকে রাজবাড়ী আদর্শ কলেজ নামে সহশিক্ষা শ্রেণীপাঠের কার্যক্রম শুরু হয়।
কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব দেওয়ান আফসার উদ্দিন, প্রতিষ্ঠাতা সেক্রেটারি জনাব কাজী ইরাদত আলী, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মো: আমিন উদ্দিন খান।
মহীয়সী নারী ওয়াজেদুননেছা
বিখ্যাত সাহিত্যিক জনাব মীর মশারফ হোসেনের পরিবারভুক্ত রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার পদমদীর উচ্চ শিক্ষিত নবাব পরিবার মীর আশরাফ আলীর কনিষ্ঠ পুত্র মীর আব্দুস নাসির শাহীনের দ্বিতীয় কন্যা ওয়াজেদুননেছা। এই মহিয়সী নারীর বিবাহ হয় কুমিল্লার শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত কলিকাতা হাইকোর্টের চৌকশ উকিল ‘ব্লাক স্টার অব বেঙ্গল’ নামে পরিচিতি এবং বৃটিশ পার্লমেন্টের অনারাবী সংসদ সদস্য জনাব শামসুল হুদার সঙ্গে। নিঃসন্তান এই ওয়াজেদুননেছার মৃত্যুর পর স্ত্রীর প্রতি প্রগাঢ় ভালোবাসায় ২২/০৭/২০১৫ তারিখ স্ত্রীর নামে একটি মুসলিম হোষ্টেল প্রতিষ্ঠার লক্ষে চারশত পঞ্চাশ টাকায় জমি ক্রয় করে মুসলিম বোডিং হাউজকে দান করেন। যা ওয়াজেদ্দা ওয়াকর্ফ এডুকেশন ট্রাষ্ট পরিচালিত হয়।
আদর্শ কলেজটির নিজস্ব কোন জমি না থাকায় ৮৩৮৮ নং দলিল সূত্রে ২৭/১২/১৯৮২ তারিখ ২০,০০০/- (বিশ হাজার) টাকা মূল্যে ট্রাষ্ট পরিচালনা কমিটি কলেজের নামে জমি রেজিস্ট্রি করে দেন। শুরু হয় কলেজটির নিজস্ব ভিতের উপর পথ চলা।
রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ
কিন্তু রাজবাড়ীবাসী একটি স্বতন্ত্র মহিলা কলেজের প্রয়োজনীয়তা অনুভব করায় ৩১/০৮/১৯৮৬ খ্রি. গর্ভনিংবডি সদস্যেদের সিদ্ধান্ত মোতাবেক মহিলা কলেজ প্রতিষ্ঠায় সকল শর্ত পূরণ করে সরকারের অনুমতি সাপেক্ষে ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষ হতে ছাত্রী ভর্তি করা হয় এবং ১০ জুলাই ১৯৮৯ সালে কলেজটির নাম পরিবর্তন করে রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ করা হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
|
প্রফেসর এ কে এম ইকরামুল করিম | 01711979919 | rgamc_rajbari@yahoo.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস