জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক জনাব আবু কায়সার খান। উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
২০২২-২৩ সালে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন জনাব শাহ্ মো: সজীব, উপজেলা নির্বাহী
অফিসার, কালুখালী, রাজবাড়ী; জনাব শিবরাজ চৌধুরী, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী; জনাব হারুনার রশিদ, সার্টিফিকেট সহকারী, উপজেলা ভূমি অফিস, বালিয়াকান্দি, রাজবাড়ী; জনাব খালেদা ফেরদৌস, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, জুডিসিয়াল মুন্সিখানা শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী; জনাব খবির উদ্দিন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গোয়ালন্দ; জনাব মোঃ ওদুদ মোল্লা, প্রসেস সার্ভার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর গোপনীয় শাখা।
এছাড়াও, জেলা পর্যায়ে শুদ্ধাচার চর্চায় কর্মচারীদের স্বীকৃতির মাধ্যমে মোটিভেশন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে জুলাই - সেপ্টেম্বর, ২০২৩ ত্রৈমাসিকে সনদ প্রদান করা হয় জনাব মো: সাইমুন হাসান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাধারণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী ও জনাব রাকিবুল ইসলাম, অফিস সহায়ক, আইসিটি শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীকে।