জেলা প্রশাসন, রাজবাড়ী কর্তৃক দেশে প্রথম বারের মত পালিত হচ্ছে মাস্ক সপ্তাহ।
বিস্তারিত
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পড়ার কোনো বিকল্প নেই। মাস্ক পরিধান বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় রাজবাড়ী জেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে আরও উৎসাহিত করার উদ্দেশ্যে জেলা প্রশাসন, রাজবাড়ী এর উদ্যোগে দেশে সর্বপ্রথম পালিত হচ্ছে মাস্ক সপ্তাহ।
এ সময়ে রাজবাড়ী জেলার সাধারণ জনগণের মধ্যে মাস্ক এবং মাস্ক ব্যবহার সংক্রান্ত প্রচারণার অংশ হিসেবে মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান আছে। এক্ষেত্রে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে দৃঢ় অবস্থান নিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন।
আসুন আমরা সবাই মাস্ক পরি ও স্বাস্থ্যবিধি মেনে চলি।