শুদ্ধাচার পুরস্কার পেলেন জনাব আম্বিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিস ( মাঠ পর্যায়ে উপজেলা কার্যালয় প্রধান), জনাব হাবিবুল্লাহ, সহকারী কমিশনার (৪ -১০ম গ্রেড) , জনাব আমিন উদ্দিন শেখ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১১-২০ গ্রেড) ।
জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে ২০২০-২১ সালের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।
শুদ্ধাচার চর্চার মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রাখায় রাজবাড়ী জেলা প্রশাসক জেলার মাঠ পর্যায়ে উপজেলা কার্যালয় সমূহের ৪-১০ গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্য হতে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা "শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১"এ ভূষিত করেছেন।
এ ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হাবিবুল্লাহ ও ট্রেজারি শাখার অফিস সহকারি মো. আমিন উদ্দিন সেখকেও পুরস্কৃত করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান শেখের সভাপতিত্বে বুধবার (৩০জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস