Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
অনলাইনে জেলা প্রশাসনের সেবাসমূহ প্রাপ্তির আবেদন
Details

এক ঠিকানায় সরকারি সেবার অংশ হিসেবে জেলা প্রশাসনের সেবাসমূহ প্রাপ্তির আবেদন এখন থেকে সহজেই অনলাইনে করা যাবে। এজন্য www.mygov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন অপশন বাছাই করতে হবে। অত:পর নিজ নাম ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তখন একটি OTP রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে আসবে। OTP দিয়ে পাসওয়ার্ড নির্ধারণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অত:পর 'নাগরিক লগইন' অপশন বাছাই করে নিজ মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর 'জেলা প্রশাসনের সেবাসমূহ' নামক অপশনটি বাছাই করতে হবে। সেখানে উল্লিখিত সেবাসমূহ হতে কাঙ্ক্ষিত সেবাটি বাছাই করতে হবে। অত:পর আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ফি-এর তথ্য পাওয়া যাবে। তারপর 'আবেদন করুন' অপশনটি বাছাই করে সংশ্লিষ্ট জেলা প্রশাকের কার্যালয় বাছাই করতে হবে। আবেদন ফর্মের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করে 'আবেদনটি দপ্তরে দাখিল করুন' অপশনটি বাছাই করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Images
Attachments
Publish Date
16/04/2025
Archieve Date
30/11/2027